
Exif_JPEG_420
*ক্ষমায় ভালোবাসার জয়* মোঃ আঃ কদ্দুছ
অপরাধী ক্ষমা চাইলে
ক্ষমা করে দিও,
ভালো বাসা দিয়ে তারে
আপন করে নিও।
ফিরিয়ে দিওনা তারে
কাছে টেনে নিও,
বন্ধু করে সব কাজে
সংগে তারে নিও।
তোমার সাথে খারাপ
কিছু করে যে জন,
ভালো গুন দিয়ে তোমার
জয় কর তার মন।
বিশ্বসেরা মহান যারা
ছিলেন লোকের মনে,
ক্ষমা দিয়ে তুমিও তেমন
যায়গা কর জনমনে।
হিংসার পরিণাম
কভু ভালো হয়না,
ধ্বংস ছাড়া জীবনমন
আর কিছু পায়না।
প্রতিশোধ পরায়ন
হয়ে কেউ সুখী হয়না
সুখের রাজ্য পুড়ে গিয়ে
শান্তি কেহ পায় না।
ক্ষমা দিয়ে নরককেও
স্বর্গ গড়া যায়,
স্বর্গ সুখও নরক হয়
যদি অপরাধী ক্ষমা না পায়।
প্রতিদ্বন্দ্বী মন কখনও
শান্তিময় হয় না,
হার মানানোর ছক কষতে
তার চোখে ঘুম হয় না
অহিংস মনের মানুষ যত
সুখে নিদ্রা যায়,
হিংসা ঘৃনার জনেরা সব
বিনিদ্র রাত কাটায়।
অপরাধীর বড় সাজা
তাকে ক্ষমা করা,
অনুশোচনার অনল দিয়ে
তিলে গুলে মারা।
যুদ্ধে নয় ক্ষমায় যাহা
মেলে বসুন্ধরায়,
পরাজিতকে শাস্তি দিয়ে
দমন করাও দায়।
ভালোবাসার খোলামনে
মন করা যায় জয়,
দ্বন্ধ দিয়ে বক্র মনে
পায়না কভু জয়।
সুশীল সমাজ পেতে হলে
রাগ অপমান কষ্ট ভুলে,
ভালোবাসার ক্ষমা নিয়ে
অপরাধীকে ক্ষমা দিয়ে
নিজের গুন মেলে সব,
ক্ষমাসুন্দর মন দিয়ে।
সুখী সমাজ জীবন মান
বদলে ফেলো একসাথে,
তাইলে দেখো দুঃখী জীবন
সুখেের পাবে সেই সাথে।
অনুশোচনার আগুনে পুড়ে
দেহ নত জানু হয়,
ভালোবাসার শক্তি দিয়ে
শক্র মহা দুস্ত হয়।
বাটাজোর, ১২/৭/২০২০