“ক্লাব ছাড়তে চাওয়ার প্রভাব পড়বে না সেরাটা দিয়ে সবসময় জিততে চাই। হারতে পছন্দ করিনা”

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

ক্লাব ছাড়তে চাওয়ার প্রভাব পড়বে না সেরাটা দিয়ে সবসময় জিততে চাই। হারতে পছন্দ করিনা।

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন, এটা এখন পুরনো খবর। সব মান-অভিমানের বরফ গলেছে। গতকালই গণমাধ্যমকে এই তারকা ফুটবলার নিশ্চিত করেন আরও এক মৌসুম ন্যু ক্যাম্পেই থাকবেন তিনি।

গোটা ফুটবল দুনিয়ায় কানাঘুষা চলছে, সিদ্ধান্ত বদলালেও বার্সায় আগের মতো খেলতে পারবেন তো মেসি? নাকি নিকট অতীতের ঘটনা বারবার পিছু টানবে?

এসব প্রশ্নের জবাবে মেসির উত্তর, ক্লাব ছাড়তে চাওয়ার কোন প্রভাবই পড়বে না তার উপর। আগের মতোই নিজের সেরাটা দেবেন প্রিয় ক্লাবকে।

গোল ডটকমকে মেসি বলেন, ‘আমি বার্সেলোনার হয়ে খেলবো। আমার উপর ক্লাব ছাড়তে চাওয়ার প্রভাব পড়বে না। এখানেই নিজের সেরাটা দেব। সবসময় জিততে চাই। হারতে পছন্দ করিনা। দল এবং আমার জন্য সব সময় ভালোটা চাই।’

সাম্প্রতিক সময়ে বার্সায় সুখ খুঁজে পাচ্ছিলেন না। তাই জানালেন ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পেছনে এটাই মূল কারণ, ‘শেষ কয়েক বছর সুখে থাকতে চেয়েছি। কিন্তু বার্সায় সেটা পাইনি। তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেই।’

চ্যাম্পিয়নস লিগের প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘আমি বলেছি চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য ক্লাব থেকে যেসব সাহায্য দরকার তা পাইনি। তাই আমাদের বিদায় নিতে হয় খুব বাজে ভাবে। এখন নতুন কোচ এসেছে। হয়তো আলাদা ভাবনাই থাকবে এখন। তবে ঠিক কি হতে পারে, সেটা জানিনা।’

নতুন কোচ নিয়ে মেসি বলেন, ‘তার ভাবনা দল কিভাবে সাড়া দেয় সেটাই দেখার বিষয়। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। তবে আমি থাকছি এটা সত্য।’


Categories