কোভিড-১৯ মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় শীর্ষক মতবিনিময় সভা।

জহিরুল হক ,বরগুনা ::
বরগুনায় কোভিড-১৯ মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগ সচিব ড. সুলতান আহমেদ।
কোভিড-১৯ মোকাবেলায় প্রয়োজনীয় কিছু লেখনির আদলে সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান কোভিড-১৯ বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টরি উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ, চিকিৎসক-নার্স, এনএসআই, পুলিশ সদস্য, নৌবাহীনি, মেয়র, বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।
মতবিনিময় সভা শেষে সচিব মহোদয় হাসপাতাল তত্ত্বাবধায়কের হাতে ১শ’ ২৫ টি পার্সোনাল প্রোটেকশন ইকুভমেন্ট (পিপিই) ও এন৯৫ মাস্ক হস্তান্তর করেন।