কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়া এবং আপ্রোচ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

এস,এম হুমায়ুন কবির, ঝিনাইদহ।
ঐতিহ্যবাহী রেলস্টেশনের কার পার্কিং ও আপ্রোচ সড়কপথ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) মাননীয় জাতীয় সংসদ সদস্য, সদস্য রেলপথ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
এলাকাবাসীর সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর পর রেলস্টেশনের এই কার পার্কিং ও আপ্রোচ রাস্তাটি সংস্করণ হওয়ায় সকলের মুখে হাসি ফুটেছে। অনেক বাধাবিপত্তি অতিক্রম করে মাননীয় জাতীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে রাস্তাটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসী এমপি মহোদয়কে শুভেচ্ছা কামনা করেন। দীর্ঘদিন অবহেলিত ভাবে পড়ে থাকা রাস্তাটি সংস্করণ না থাকায় জনসাধারণের চলাচলের ক্ষেত্রে খুবই কষ্টকর ছিলো। বিভিন্ন রিকশা ভ্যান ও বড় ধরনের যানবাহন চলাচলে নানা সমস্যা সৃষ্টি হতো এবং অনেক সময় ছোটখাটো দূর্ঘটনার সৃষ্টি হতো।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি, উপজেলা আঃলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল,যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহিদ হোসেনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও রেলওয়ের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনের ব্যবস্থাপক জনাব মোঃ শাহিদুল ইসলাম।
উল্লেখ্য সরকারি বাজেট অনুযায়ী মোট ৭৪ লক্ষ উনসত্তর হাজার পাঁচশত একাশি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।
প্রায় ২৭০০ বর্গমিটার আপ্রোচ সড়ক ও ৬১ বর্গমিটার কার পার্কিং সড়ক নির্মাণ হওয়ার বাজেট ঘোষনা হয়।