কে এম পি’র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬ ,মাদক উদ্ধার

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

মো. মিজানুর রহমান, সদর উপজেলা প্রতিনিধি,খুলনা।

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর কেএমপি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ,এবং গাঁজাসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
কে এম পির, অতিরিক্ত উপ-কমিশনার কানাইলাল সরকার জানান, মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 গ্রেফতারকৃতরা হলো ,দোলখোলা গাফফারের মোড় এলাকার মৃত আশরাফ আলী সরদারের ছেলে মোঃ সোহবার সরদার। (৪৫)লবনচোরা মোল্লাপাড়া মসজিদ গলির মোঃ আজহারুল ইসলাম ওরফে আরজুর ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে তারেক।(২১) খালিশপুর আলমনগর পড়া মসজিদের পাশে মোহাম্মদ সরোয়ার এর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩০) খালিশপুর আলমনগর রেললাইনের পাশে মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম বরকত (১৮) মিরেরডাঙ্গা এলাকার মনসুর হাওলাদারের পুত্র মোহাম্মদ আলী হাওলাদার (৪২)এবং কুইয়েট মেন গেটের পাশে মোঃ বাবুল হোসেন সরকারের ছেলে মোঃ হৃদয় হোসেন সরকার (২২)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে আলামত হিসেবে ৭বোতল ফেনসিডিল, ইয়াবা, এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

Categories