“কোটচাঁদপুর উপ‌জেলার মাধ্য‌মিক শিক্ষা অফি‌সের অফিস সহকারী রেজাউল ক‌রিম ইন্তেকাল ক‌রে‌ছেন”

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
এস, এম হুমায়ুন ক‌বির, ঝিনাইদহ।

কোটচাঁদপুর উপ‌জেলার মাধ্য‌মিক শিক্ষা অফি‌সের অফিস সহকারী রেজাউল ক‌রিম ইন্তেকাল ক‌রে‌ছেন।

‌কোটচাঁদপুর উপ‌জেলার মাধ্য‌মিক শিক্ষা অফি‌সের অফিস সহকারী ‌শিক্ষক/ কর্মচারী‌দের অত্যন্ত প্রিয় রেজাউল ক‌রিম আজ সন্ধা ৭.১০ মি‌নি‌টের সময় ইন্তেকাল ক‌রে‌ছেন। ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলা‌হি রা‌জিউন।
তি‌নি দীর্ঘ ২০ বছর যাবৎ কোটচাঁদপুর মাধ্য‌মিক শিক্ষা অফি‌সের অফিস সহকারীর দায়ীত্ব পালন ক‌রে আস‌ছেন। মরহু‌মের এক পুত্র ও এক‌টি কন্যা সন্তান র‌য়ে‌ছে। তি‌নি ডায়‌কে‌টিক‌সের রু‌গি ছি‌লেন।
সম্প্র‌তি ক‌রোনা প‌জি‌টিভ অবস্থায় ঢাকার এক‌টি হস‌পিটা‌লে চি‌কিৎসারত অবস্থায় মৃত্যুবরণ ক‌রে‌ছেন। তাঁর বয়স  ৫০ বছর।
আমরা সক‌লে মরহু‌মের জন্য দোওয়া ক‌রি তি‌নি যেন জান্নাত বাসী হন।

Categories