মোঃ মিজানুর রহমান; খুলনা সদর:
খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে গত 24 ঘন্টায় দুটি গাঁজাসহ মাদক সহ সাত জনকে আটক করা হয়েছে ।পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাতটি মামলা রুজু করা হয়েছে।
কে এম পির সূত্র জানিয়েছেন আটককৃতরা হলেন বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লোকমান সরদারের ছেলে মোহাম্মদ ইমরান ,এক ই এলাকার আব্দুল মালেক শেখের ছেলে মোঃ আলাউদ্দিন হোসেন মামুন, চিতলমারী এলাকার মৃত আব্দুল মান্নান কাজীর ছেলে মোঃমনির হোসেন, নগরীর মাস্টার পাড়া মসজিদ গুলির মোহাম্মদ হাতেম আলী গাজীর ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান ,সোনাডাঙ্গা এলাকার মোঃ মোতাহার আলী শিকদারের ছেলে মোহাম্মদ নাসির সিকদার ,লবনচোরা এলাকার মোহাম্মদ আব্দুর রহমান হাওলাদার এর ছেলে মোঃ ইমন হাওলাদার,এবং খানজাহান আলী থানা এলাকার মোঃ সেলিম হোসেন মোল্লা ,।এসময় তাদের কাছ থেকে 175 গ্রাম গাঁজা 22 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।