“কুলাউড়ায় শিশুসহ নতুন করোনায় আক্রান্ত ৮ জন”

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (২২ আগস্ট) রাতে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ  মোট ২১০ জনে উন্নীত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে জয়চন্ডী ইউনিয়নে উত্তর কুলাউড়া এলাকার ১ জন ও দুর্গাপুর এলাকার ১ জন, টিলাগাঁও ইউনিয়নের কামালপুর এলাকার ১ জন, রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার ২ জন, কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজার এলাকার ৩ জনসহ মোট ৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। কোভিড-১৯ পজিটিভদের মধ্যে একজন কলেজ শিক্ষিকার ১২ বছর ও ৪ বছরের ২ মেয়ে এবং ৬ বছরের ১ ছেলেসহ ৩ শিশু সন্তান রয়েছে।
এ নিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২১০ জনে। এরমধ্যে ১৪৬ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৪ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

Categories