মোঃ দুদু মিয়া তানভীর, কুলাউড়া, মৌলভীবাজারঃ
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে শুক্রবার (১৯ জুন) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মকবুল হোসেন লন (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ইউনিয়নের বনগাঁও গ্রামের মকবুল হোসেন লন ১২ টার সময় নিজ ঘরে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।