কুলাউড়ায় পুলিশের এস আই সহ করোনায় নতুন অাক্রান্ত দুই।

মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আজ (১০ জুলাই) রাতে পুলিশের এস আই সহ নতুন ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত।কুলাউড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে অাজ রাত পর্যন্ত কুলাউড়া উপজেলায় মোট আক্রান্ত ১১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮০ জন।এছাড়া ৩২ জন হোম আইসোলেশনে আছেন।
নতুন করে করোনায় আক্রান্ত এ ০২ জনের মধ্যে কুলাউড়া পৌর সহরের উত্তর কুলাউড়ার মহিলা ১ জন এবং পুলিশের এস আই ১ জন।