কুমিল্লায় আটককৃত ৭কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
মোঃ সাখাওয়াত হোসেন,মুরাদনগর,কুমিল্লা।
মুজিব বর্ষের দৃঢ় শপথ “মাদক চোরাচালান করবো রোধ” মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত রাখিব বর্ডার” ও “সবাই মিলে দেশকে ভালবাসি, মাদককে না বলি”এই শ্লোগানে কুমিল্লায় বিজিবি’র অভিযানে গত ১ ফেব্রুয়ারি থেকে ৩০ আগষ্ট পর্যন্ত কুমিল্লার বিভিন্ন সীমান্তে আটককৃত প্রায় ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোটবাড়িস্থ বিজিবি ১০ ব্যাটালিয়ান কার্যালয় প্রাঙ্গনে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী ইসলাম, মাদক দ্রব্য অধিদপ্তর কুমিল্লার পরিদর্শক ব্রজলাল চাকমা, উপ-পরিচালক জাকির হোসেন ভূইয়া, লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফজলে রাব্বী পিএসসি, অতিরিক্ত পরিচালক মেজর আবদুল্লাহ আল ফারুকীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ৭ কোটি ২৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন প্রকার নেশা জাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মদ ও নেশা জাতীয় ট্যাবলেট ধ্বংস করা হয়।

Categories