“কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে ফুটফুটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু”

ভৈরব, কিশোরগঞ্জ ।
কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরে পানিতে ডুবে লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে ফুটফুটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুরু এলাকায় শোকের ছায়া।
বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশু দুটি আপন দুই বোন এবং ঐ এলাকার দুলাল মিয়ার শিশু কন্যা। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশী হেলেনা বেগম ও রফিক মিয়া জানান, আজ দুপুর ১টার দিকে শিশু দুটি নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়ি-ঘরে খোঁজ করেও কথায় পাওয়া যায়নি।
এক পর্যায়ে বাড়ির পাশে বর্ষার পানি থাকায় অনেকের সন্দেহ হওয়াতে সেখানেও খোঁজ করা শুরু হয়। কিন্তু কোথাও শিশু দুটির সন্ধান মেলেনি।
পরে বিকাল ৩ / ৩ ,৩০ টার দিকে বাড়ির পাশের আরেকটি ডুবায় লাশ দুটি ভেসে ওঠে।