কিছু স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায়

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

মোঃকাঞ্চন হোসেন, মাদারীপুর।।

লেবানন বিস্ফোরণে নিহত মাদারীপুরের মিয়ারহাটের মিজানের জন্য একটি মানবিক আবেদন।

নামঃ মিজানুর রহমান খান,
পিতাঃ জাহাঙ্গীর খান,
মাতাঃ মোসাঃ রেকসোনা,
গ্রামঃ কাজিকান্দি, পোস্ট-অফিসঃ মিয়ার হাট, উপজেলাঃ কালকিনি, জেলা মাদারীপুর।
৩ বছর আগে ২০১৭ সালে ধারদেনা করে ৬ লাখ টাকা খরচ করে পরিবারের ভাগ্যন্নোয়নের জন্য বুক ভরা হাজারো স্বপ্ন নিয়ে মিজানুর লেবাননে পারি জমিয়েছিলেন এবং রাজধানী বৈরুতের একটি হোটেলে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে মিজানুরের স্বপ্ন। গত ০৪ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন মিজানুর রহমান খান। তিনি অত্যন্ত হাস্যজ্বল একজন মানুষ ছিলেন।  ভাই-বোনের মধ্যে মিজানুর সবার বড়। তারা তিন ভাই ও এক বোন। মিজানুর রহমানের মা ঢাকার একটি কারখানায় শ্রমিকের কাজ করতো। সেসময় একটি দুর্ঘটনায় তার মায়ের দুই হাতের ছয়টি আঙ্গুল পুড়ে যায়। বর্তমানে তিনি অসুস্থ্য অবস্থায় বাড়িতে রয়েছেন(শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কিডনিজনিত এবং দুই চোখেরই দৃষ্টিতে সমস্যা) তার উপরে সন্তানের মৃত্যু সংবাদ তাকে শোকের পাথর বানিয়ে দিয়েছে। মিজানুরের স্ত্রী ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। এখন এমতাবস্থায় তার শোকসন্তপ্ত পরিবার প্রায় অচল হয়ে পরেছে।
তাই আসুন আমরা সকলে মিলে সব বিভেদ ভুলে গিয়ে, দলমত নির্বিশেষে হাতে হাত রেখে এগিয়ে এসে মিজানুরের পরিবারের পাশে দাড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দেই।

যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, দয়াকরে টাকা পাঠানোর পূর্বে এবং পরে তাকে একটু জানিয়ে দিবেন।
হিসাবঃ-
•ব্যাংক অ্যাকাউন্টঃ SQUARE PLASTIC DOOR – AC/No: 0100019493215  (Janata Bank, Alu Bazar, Dhaka)

কামরুল হাসানঃ-
•বিকাশঃ 01741126519 (পারসোনাল)

টিপু সুলতানঃ- 
•বিকাশঃ 01930958222 (পারসোনাল)
•রকেটঃ 019309582224 (পারসোনাল)
•নগদঃ 01930958222 (পারসোনাল)

এই ফান্ডের বিষয়ে যদি কারোর কিছু জানার থাকে তাহলে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন।
ফোনালাপঃ-
•আল-মামুন মৃধাঃ 01716197250
•কাজী মোহনঃ 01712468562
•মোফাচ্ছেল হোসেনঃ 01715718814
•আঃ রাজ্জাক মালঃ 01743991150
•কৌশিক আহমেদ সোহাগঃ 01721661572
•মশিউর রহমান খানঃ 01732618822
•আক্তার মল্লিকঃ 01868316232

সার্বিক তত্ত্বাবধানেঃ মিয়ারহাট এলাকার সর্বস্তরের জনগণ।


Categories