
(বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতিতে মসজিদের অনুকুলে সোমবার বগুড়ার কাহালু উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য সদস্য এবং ইমামদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। উক্ত আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। চেক হস্তান্তর শেষে ধর্মপ্রতিমন্ত্রী মরহুম এ্যাডঃ শেখ আবদুল্লাহ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য সদস্য এবং ইমামদের মধ্যে কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল হোসেন, মাওঃ আব্দুল মোমেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সভাপতি শাহাদত আলী মন্টু, ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা রিসোর্স সেন্টার কাম অফিসের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, ইমাম প্রভাষক লুৎফর রহমান, নবাব আলী সহ উপজেলার অন্যান্য মসজিদের সভাপতি ও অন্যান্য সদস্য এবং ইমামগণ।