
শিপলু আহমেদ, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
২৪ জুন দুপুরে কাহালু পৌরসভার নিকটে সান্তাহার গামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের বর্তমান ইউ পি সদস্য শ্রী হিরন চন্দ্র সাহা(৬৮)মৃত্যুবরন করেন। তিনি ঐ সময়ে রেললাইনের পূর্ব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।কাহালু থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার ও সনাক্ত করেছেন।