কালকিনিতে কৃষকের মাঝে এলএলপি ও সোলার লাইট ট্রাপ বিতরণ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
মোঃকাঞ্চন হোসেন
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপর জেলার কালকিনি উপজেলায় বরিশাল,পটুয়াখালী,ঝালকাঠি,ভোলা, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে এলএলপি ও সোলার লাইট ট্রাপ এবং সার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন জনাব কৃষিবিদ মিল্টন বিশ্বাস কৃষি কর্মকর্তা কালকিনি উপজেলা। প্রধান অতিথি ছিলেন জনাব মীর গোলাম ফারক, চেয়ারম্যার কালকিনি উপজেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন জনাব শহিদুল ইসলাম। ভাইস চেয়ারম্যান কালকিনি উপজেলা পরিষদ, এ্যাড আরিফা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান কালকিনি উপজেলা পরিষদ।
বাস্তবায়নেঃকৃষি সম্প্রসারন অধিদপ্তর কালকিনি উপজেলা।

Categories