করোনা হটস্পট বগুড়া, বাড়ছে মৃত্যুর মিছিল ।

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

নূরুল ইসলাম, বগুড়া প্রতিনিধি
বগুড়া করোনা ভাইরাসের সংক্রমিতের সংখ্যা ক্রমশই বাড়ছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের পর এবার করোনা ভাইরাসে বগুড়া হটস্পটে পরিণত হয়েছে। এতে করেও মানুষের কোন চিন্তা ভাবনা নেই। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে সবকিছু। বগুড়ায় শিক্ষক, চিকিৎসক, পুলিশ, ব্যাংকার, সাংবাদিক, শিশুসহ মোট ২৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়। জেলার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান ৮৮৭ জন নমুনার ফলাফলে ১৩৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষ ৮৫ জন, নারী ৪৪ জন, শিশু ৭জন।
উপজেলাভিত্তিক বগুড়া সদরে ৮৩ জন, শাহজাহান পুর ১৪ জন, শিবগঞ্জ ১২ জন, সাড়িয়াকান্দি ৪ জন, সোনাতলা ২ জন, শেরপুর ৮ জন,কাহালু ৮ জন, গাবতলী ২জন ও ধনটে ১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫০ জন, মোট মৃত্যু ৩৬ জন।
এদিকে ১৪ জুন ঘোষিত থেকে বগুড়া ৯টি রেড জোন এলাকা চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা,সূত্ররাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া, কলোনী। ২১ জুন হতে ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন।


Categories