করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

করোনা মহামারিতে বিপর্যস্ত সমগ্র শিক্ষা ব্যবস্থা। কবে বাংলাদেশ থেকে এই মহামারি শেষ হবে বলা মুশকিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। নিম্মে কয়েকটি প্রস্তাবনা উল্লেখ করা হলো।
১.যদি করোনা মহামারি অক্টোবর পর্যন্ত থাকে তবে শিক্ষা বর্ষ (২০২০- ০১/০৪/২০২১)পর্যন্ত বৃদ্ধি করা।
২. প্রতিটি বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করা।
৩. প্রতিদিন কর্মঘণ্টা ( ১-২) বৃদ্ধি করা।
৪.সাপ্তাহিক মডেল টেস্টের ব্যবস্থা করা।
৫.পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা ক্লাসের ব্যবস্থা করা।
৫.পরবর্তী শিক্ষাবর্ষ ২ মাস কমিয়ে এভাবে পরবর্তী বছর গুলোতে সম্বনয় করা।
৬.শিক্ষকদের বিশেষ প্রণোদনা প্রদান করা। তাহলে তারা (১-২) অতিরিক্ত কর্মঘণ্টায় ক্লাস করতে মনোনিবেশ করবে।
৭.অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা।
৮.ভবিষ্যতে এরকম মহামারি থেকে উওরণের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বদা সর্তক থাকা।

উপরোক্ত প্রস্তাবনা গুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে বলে মনে করি।
লেখক
মোঃশাহাদাত হোসেন সেলিম
চাষিরহাট,সোনাইমুড়ী, নোয়াখালী।


Categories