করোনা চিকিৎসায় আবুল খায়ের গ্রুপের ২৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় আবুল খায়ের গ্রুপ মৌলভীবাজার পৌরসভাকে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।
আজ সোমবার (২২ জুন) দুপুরে হাসপাতার প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান  সিলিন্ডার গুলো ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্থান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো,জেলা সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ সহ পৌরসভা ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অক্সিজেন সিলিন্ডার পেতে সহযোগীতা করেছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামছুল ইসলাম।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, এই ২৫ টি অক্সিজেন সিলিন্ডার করোনা রোগীর চিকিৎসা দিতে অনেক সহায়ক হবে।
করোনা আক্রান্ত  রোগীদের সেবা প্রধানকারী হাসপাতাল গুলো যোগাযোগ করার জন্য আবুল খায়ের গ্রুপ একটি হেল্পলাইন চালু করেছে। তারা জানিয়েছেন অক্সিজেনের প্রয়োজনে ০১৯৮৮৮০২১৬৬ নম্বরি যোগাযোগ করলে বিনামূল্যে অক্সিজেন রিফিল করতে পারবেন।

Categories