করোনায় অচলাবস্থার পরেও রাস্তায় বেরিয়ে এল ডাইনোসর

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০
ফাইল ছবি

রাস্তায় সুনসান নীরবতা। খুব বেশি দরকার না হলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। করোনাভাইরাসের আতঙ্কে সবাইকে বাড়িতে আবদ্ধ থাকতে বলেছে সরকার। শহরজুড়ে নজরদারি করছে টহল পুলিশ।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে মূলত ডাইনোসরের পোশাক পরে বের হন এক ব্যক্তি। দক্ষিণ-পূর্ব স্পেনের মার্সিয়ায় দেখা মিলেছে তার।

সামাজিকমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, কমলা ডাইনোসর-পোশাক পরা এক লোক বাড়ির আবর্জনা রাস্তার ধারে এক ডাস্টবিনে ফেলছে।

ভিডিওটি শেয়ার করে স্পেনের পুলিশ জানায়, সন্তানদের নিয়ে রাস্তায় বের হওয়া সম্ভব। তবে সেটা যেন একজনের বেশি কিংবা দূরের পথ না হয়। একটু রসিকতা করে পুলিশ জানায়, অচলাবস্থা ভাঙলে সঙ্গে ডাইনোসর থাকলেও রেহাই মিলবে না।

কোভিড-১৯ ভাইরাস আতঙ্কে চীন, ইতালি ও ইরানের পরেই স্পেনের অবস্থান। দেশটিতে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে।


Categories