করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে গেলে স্কুলও ফের বন্ধ করে দিতে হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে সরকারের নেওয়া নেওয়া পদক্ষেপের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা সতর্ক করেন, মহামারীর প্রকোপ একেবারে শেষ হয়ে যায়নি।
আবার নতুন আরেকটা ওয়েভ আসছে। কাজেই এটা মাথায় রেখে কাজ করতে হবে। যে কোনো সময় যদি বিস্তার লাভ করে, তবে আবার কিন্তু স্কুল সব বন্ধ হয়ে যাবে।”
ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।