“কমলগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অধিদপ্তর এর অভিযান এবং জরিমানা”

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি।

কমলগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অধিদপ্তর এর অভিযান এবং জরিমানা।

মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আল-আমিন এর নেতৃত্বে ও কমলগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলার কুরমা রোডে আদমপুর বাজার ও নইনারপার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান, ফার্মেসী এবং কৃষি পণ্যর দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত দামে কৃষি বীজ বিক্রয়ের সত্যতা প্রমাণিত হওয়ায় আদমপুর বাজারে অবস্থিত কৃষি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান খান এন্ড সন্সকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারী মো: সাজ্জাদ হোসেনকে জরিমানার ২৫% টাকা ৪ হাজার টাকা প্রদান করা হয়। অভিযান কালে একই ফ্রিজে মাছ মাংসের পাশাপাশি ঔষধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে অবস্থিত ন্যাশনাল ফার্মেসীকে ২ হাজার ৫ শত টাকা, কুরমা রোডে অবস্থিত হক ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, নইনারপার বাজারে ইভা ট্রেডার্সকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Categories