কবীরা গুনাহ ও মহামারি করোনা ভাইরাস।

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

জিয়া উদ্দিন ইমন, ঢাকা

বাংলাদেশ সহ গোটা পৃথিবী আজকে নিস্তব্ধ, নিরবতা যার একমাত্র কারণ বর্তমান সময়ের করোনা ভাইরাস।এই ভাইরাস অনেকে চীনের সৃষ্টি বলে মনে করেন আমি তাদের সাথে একমত নই। কারন মানব সৃষ্ট কোন কিছুই আল্লাহ না চাইলে কারো ক্ষতি করতে পারেনা।আমি যেটা মনে করি সেটা একান্ত আমার ব্যক্তিগত মতামত এটি আল্লাহ প্রদত্ত তার বান্দার উপর শাস্তি স্বরুপ আমদের উপর এই মহামারির আজাব।আর এই আজাব আমাদের হাতের কামাই।বান্দা যখন সীমাহীন পাপাচারে লিপ্ত হয় এবং নানা রকম কবীরা গুনাহ করে তখন আল্লাহ তার বান্দার উপর মহামারি আজাব দিয়ে থাকেন।মহামারি আজব মূলত বান্দা যখন কবীরা গুনাহে লিপ্ত থাকেন তখনই আল্লাহ প্রেরন করে থাকেন।আমরা জানি আদ,সামুূূদসহ অনেক জাতিগোষ্ঠীই আল্লাহ এই পাপাচারের জন্য ধ্বংস করে দিয়েছেন তাদের সীমাহীন পাপাচার ও কবীরা গুনাহের জন্য। কবীরা গুনা কি?আমরা কি জানি?
মহান আল্লাহ্‌ ও তার রাসূল (সাঃ) যে সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন এবং ওলামাদের বর্ণনা থেকে যেসব বিষয় আল্লাহ্‌ ও তার রাসূল (সাঃ) কর্তৃক হারাম হওয়ার অকাট্য দলীল রয়েছে, সেগুলোই কবীরা গুনাহ। গুনাহ দুই প্রকার কবীরা গুনাহ ও সগীরা গুনাহ। কবীরা গুনাহ থেকে মাফ পেতে চাইলে তওবা করতে হবে। যদি কবীরা গুনাহ থেকে বেঁচে থাকা যায় তবে আল্লাহ্‌ পাক সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন।

আল্লাহ্‌ পাক পবিত্র কোরআনে বলেছেন (সূরা আন-নিসা-৩১) ‘যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বিষয়গুলো থেকে বিরত থাকতে পার, তবে আমি তোমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব।‘-হাদিসে মহামারি ও বালা-মুছিবতকে মানুষের গুনাহের ফসল বলা হয়েছে। সে হিসেবে করোনাভাইরাসও আমাদের গুনাহ ও অন্যায়ের ফসল। বান্দা যখন বেপরোয়াভাবে গুনাহ করে আল্লাহ তায়ালা তাকে সতর্ক করতে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। যেন সে গুনাহ থেকে নিবৃত্ত হয়।আল্লাহ তায়ালা বলেন, ‘মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে; যার ফলে তাদের কৃতকর্মের কোনো কোনো কর্মের শাস্তি তাদেরকে তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সূরা রূম : ৪১)।আমরা আল্লাহ দেওয়া আদেশ পালন করবো এবং আল্লাহ যা আমাদের নিষেধ করছেন তা থেকে আমরা বিরত থাকবো।আল্লাহ পাক যেন আমাদের এই পৃথিবী থেকে করোনা ভাইরাস দ্রুত মুক্ত করে আমাদের পৃথিবীকে আবার স্বাভাবিক করেন সবসময় আমরা আল্লাহ কাছে সেই প্রার্থনাই করবো।আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।


Categories