
স্মৃতির অন্তরালে
— মোঃ হারুনুর রশীদ
যদি কখনো মনে পড়েমোরে-
জীবনের এ শেষ বেলায়,
এসো বন্ধু দেখতে মোরে
সেই সে ছোট্ট গাঁয়।
জিজ্ঞাসিও ফুল-পাখিরে-
আমার গাঁয়ে এসে,
বলবে তারা আমার কথা-
তোমায় ভালবেসে।
দেখতে পাবে আমায় তুমি-
লতা-পাতার ভীরে,
যেথায় তোমার ভালবাসা-
আজো আছে ঘিরে।
তেঁতুল গাছের চিরল পাতায়-
রয়েছি আমি মিশে,
পরশ দিও একটু তাদের-
আমায় ভালবেসে।
বলবে কথা তোমার সনে-
শিমুল-বকুল ফুলে,
বইলে বাতাস মৃদু-মন্দ-
তোমার এলো চুলে।
ধরে নিও সেই না ফুলের-
রূপটি আমি ধরে,
বলছি কথা তোমার সনে-
যা ছিল অন্তরে।
হাঁটতে গেলে পায়ে যদি-
শিশির লেগে যায়,
পাবে তুমি আমার পরশ-
রাঙা দুটি পায়।
জানতে চেও আমার কথা-
বৃক্ষ সকল ঘিরে,
স্মৃতি ভরা অতীত তারা-
বলবে ধীরে ধীরে।
মনের চোক্ষে দেখো তোমার-
নয়ন দুটি বুজে,
আম-কাঁঠালের বাগান ঘিরে,
পাবে আমায় খুঁজে।
নয়ন ভরে দৃষ্টি দিও-
ঐ না পুকুর জলে,
সাঁতরিয়েছি তোমার সনে-
না জানি কোন ছলে।
সরষে ক্ষেতের হলদে ফুলে-
জিজ্ঞাসিও হায়,
বলবে তারা ক্রদ্ধ হয়ে-
সব কি ভুলা যায়?
বাড়ির পিছন বাঁশের বাগান-
তাদের জিজ্ঞাসিলে,
ক্ষিপ্ত হয়ে বলবে তারা-
সব কি গেছ ভুলে?
প্রেম-প্রীতি আর ভালবাসা-
ভরা আমার গাঁয়,
একবার এসে দেখে যেও,
যদি মনে চায়।
নিমন্ত্রণের হাত বাড়িয়ে-
রইলাম আমি বসে,
এসো আমার বন্ধু প্রিয়-
গ্রামকে ভালবেসে।
আসবে তুমি এ আশাতেই,
রইলো আবেদন,
আমার গাঁয়ের কুটির ঘিরে-
তোমার নিমন্ত্রন।।