
তোমাকে দেখি
নূরুল ইসলাম
তোমাকে দেখি আমি
ক্লান্ত বিষন্নতার অবসরে
অতি নির্জনে একান্ত আপন ভেবে।
তোমাকে দেখি আমি
নিশীত রাতে অতিসংগোপনে
প্রদীপ হাতে।
তোমাকে দেখি আমি
রজনী গন্ধার বাগানে
অতি নিকটে সঙ্গিনী রূপে।
তোমাকে দেখি আমি
সকল সফলতার দিনে
চাঁদনী রাতে,চাঁদের সাথে।
তোমাকে দেখি আমি
আলো বিলাতে মাধবী রাতে
হদয় পর্বতমালায়।