
চাই অধিকার
– মোঃ অাবদুল গনী শিব্বীর
চাই বৈষম্যহীন পদোন্নতি
চাই নায্য অধিকার
চাই বৈষম্যহীন সব সুবিধা
এ দাবী শিক্ষক জনতার।
কালো বিধান অনুপাত
বঞ্চনার নাম
শতকরার নব বিধান
একই পরিনাম।
বিধানের মারপ্যাচে
পাবে কেউ পদোন্নতি
হতভাগা একদলের
হবে চরম ক্ষতি।
জুনিয়র এগিয়ে যাবে
কৌশলের ছলে
সিনিয়র হবে বঞ্চিত
পড়িবে ক্ষতির তলে।
মেয়াদের শেষে পদোন্নতি
সবাই যেন পায়
নায্য অধিকার পেয়ে যেন
বঞ্চনা ভুলে যায়।
শিক্ষকের মুখে হাসি
ফুটিবে যখন
ফলিবে দারুন ফল
বাগানে তখন।
শিক্ষক সমাজ গুনীজন
যেন জাতির শির
জাতি গড়ার কারিগর
দুর্দিনে জাতির মহাবীর।