কবিতা: আমি শিক্ষক- মোঃ আব্দুল গনী শিব্বির

প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

অা‌মি শিক্ষক
-‌মোঃ অাবদুল গনী শিব্বীর

আ‌মি শিক্ষক
আ‌মি জা‌তির গর্ব
আমার জীব‌নে অা‌ছে
সুখ দুঃ‌খের পর্ব।

আ‌মি জা‌তির স্বপ্নদ্রষ্টা
আ‌মি জা‌তির কা‌রিগর
‌শিক্ষার্থী হৃদ‌য়ে গ‌ড়ি
আমার স্ব‌প্নের ঘর।

আ‌মি শিক্ষার্থী মন‌নে
ফুটাই কান‌নের ফুল
আ‌মি শিখাই শুদ্ধাচার মন্ত্র
ক‌রি‌তে দুর সব ভুল।

আ‌মি তা‌দের করাই শপথ
ন্যা‌য়ের প‌থে চল‌তে
আ‌মি তা‌দের সাহস যোগাই
অন্যায় পা‌য়ে দল‌তে।

আ‌মি শিখাই তা‌দের
হ‌তে দেশ‌প্রে‌মে মত্ত
‌দে‌শের ত‌রে জীবন বি‌লি‌য়ে
‌ঢে‌লে দি‌তে লাল রক্ত।

আ‌মি শিখাই তা‌দের
হ‌তে উদারমনা
মানবতার সেবক হ‌য়ে
ক‌রি‌তে প্রভুর অারাধনা।

আ‌মি বানাই তা‌দের
জা‌তির অাগাম কর্ণধার
ব‌লিষ্ঠতায় এ‌গি‌য়ে গি‌য়ে
ক‌রি‌তে সব বাধা চুরমার।

আ‌মি বানাই তা‌দের
অকুতোভয় বীর
বাধার পাহাড় মা‌ড়ি‌য়ে দে‌বে
ক‌রে উঁচু শির।

আ‌মি তা‌দের স্বপ্ন দেখাই
‌শিখাই বাস্তবতা
হ‌তে জা‌লি‌মের মহা যম্
বাঁচা‌তে মানবতা।

আ‌মি শিখাই তা‌দের
সম্প্রী‌তির ধর্ম
মানবতার জয়গান গে‌য়ে
ক‌রি‌তে তা‌দের কর্ম।

আ‌মি শিক্ষক
এ অামার প‌রিচয়
‌নি‌য়ে‌ছি শপথ ধ্যা‌নে জ্ঞা‌নে
ক‌রি‌বো বিশ্বজয়।

‌লেখকঃ ক‌বি, গ‌বেষক।


Categories