
আমি অনেক ভুলকরেছি,
আমি অনেক ভুল সয়েছি,
আমার দুটি চোখ অনেক ভুল দেখেছে,
আমিও অনেক ভুলের ক্ষমা করেছি,
অনেকভুলের কারণ খুঁজেছি,
ভুলের অনেক অপমান গায়ে মেখেছি,
আমার ভুলের জন্যে অনেক ক্ষমা চেয়েছি,
ক্ষমা না পেয়ে পেয়ে মনে খুবকষ্ট পেয়েছি,
কিন্ত আমার ভুলের কারণটা আজও খুঁজি নি,
কখন কি ভুল করলাম তা আজও বুঝিনি।
যারা আমায় বুঝেনি,তারা আমায় ক্ষমা করেনি,
আর যারা বুঝেছে ,তারা আমায় মূল্যদিতে চেয়েছে,
হিরো বানাতে চেয়েেছ,জিরোকরতেও ছুটেছে।
যারা বুঝেনি তারা আমায় বোকা বানাতে চেয়েছে,
পাগলবানাতে কতঠাট্টা বিদ্রুপ করেছে,
কত অপমান যন্রণার অভিশাপ দিয়েছে,
কেউবা ক্যারিয়ার গঠনে অনেক বাধাহয়েছে,
কতক আবার আমার জীবন আয়ুও নিভাতে হেরেছে।
কিন্ত আমার জন্মের কি ভুল ছিলো,
আমার মধ্যে কি ভুলই খুঁজে পেয়েছিলো,
কেউ তো আজও বলেদিলো না,
আজও আমার ভুলের কোন সমাধানও দিলোনা।
আমাকেই আমার ভুল খুঁজে নিতে হয়েছে,
আমার মত করেই তার সমাধান করতে হয়েছে।
আমি অনেক ভুলেরই উত্তর দিতে পেরেছি,
এখন আমি অনেক ভুলের বিচার করতেও শিখেছি।
সমাজের অনেক অসংগতি ভুল ধরতে পেরেছি,
চোখেআংগুল দিয়েসমাজপ্রতিদের ভুল তুলে ধরেছি।
সমাজে যারা প্রভাবশালী হয়েছে,
বড়বড় ডিগ্রি নিয়েছে,
বড় বড় সরকারী-বেসরকারী পদ পেয়েছে,
বড় কোন দলের নেতা হয়েছে,
সরকারের এমপি মন্রী বনেছে,
যাঁরা পৃথিবীতে আগে এসেছে,
যারা ধর্মীয় নেতা হয়ে আলখাল্লা পরেছে,
যারা কোন সেবা প্রতিষ্ঠানে বিদ্যা পন্ডিত হয়ে আছে।
তাারা নাকি কেউ কোন ভুল করেনা,করতে পারেনা,
তাঁদের ভুল কেউবধরলে তাকে তারা ছাড়েনা,
তাকে আর কিছু বলতে দেওয়া হয়না,
সেনা নাকি উন্মাদ ভন্ড বলে আগ বাড়াতে দেয়া হয়না।
যত দোষ তানাকি করেছে বেটা নন্দঘোষ,
চারদিকে তার বিরুদ্ধে শুধু ফুসফুস,
দুষ করেছে ঐবেটা নন্দ ঘোষ,
ওকে ধরে এনে সাজাদিয়ে করো বেহুস।
হুস পেলে সাবধান করে বলাহয় বেটা চুপ থাক,
বেশী চটকালে মার বো থাপ্পর, বেটা চুপমেরে থাক।
এবারের মত পেলি মাফ,
আবারও যদি করিস কোন পাপ,
পাপকরেও যদি করিস কোন অভিশাপ,
তাহলে তোকে ফের ধরে এনে,
প্রকাশ্যে অভিযোগ হেনে ৷
কঠিন সাজাদেবো মেরুদন্ড ভেঙে,
সোজা দাঁড়াতে পাবি না হাঁটু ভেঙে।
আমাদের সাথে করিস তুলনা তোর,
কিকরে পেলি তুই এমন কথার সূর!
আমাদের কোন ভুল অদ্যাবদি কেউ দেখেনা,
এমন ভুলের প্রতিবাদ করতে কেউ শেখেনা।
আমার মুখতো এতো বড়নয়,
কিকরে ধরবো ওদের? করবো সত্যের জয়।
, নিজের ভুল আগে খুঁজে সত্যের পথ ধরি,
জীবন গঠনে সমাজ শাসনে ন্যায়ের জন্যে মরি।
আদর্শের আলো জ্বেলে পরিবার থেকে শুরু করি,
দেশের সর্বোত্র দুর্নীতি দুঃশাসন হটিয়ে সুখীদেশ গড়ি।
পরিবার থেকে পাড়া মহল্লা,
সঠিক শিক্ষার দক্ষতার পাল্লা
বাড়িয়ে, আসুন দেশটা ভুল মুক্ত করি,
অপরাধ ভুল,দুর্নীতি, দোষ, ঘোষ দূর করি।
ছোট বড়,আপন পর,শক্রমিত্র সব-ভাই,
হাত ধরে একসূরে বলি , আমাদের কোন তফাতনাই।