
“আমি পাড়া গাঁয়ের ছেলে”
—– মোঃ হারুনুর রশীদ
আমি পাড়া গাঁয়ের ছেলে-
গাঁয়ের সকল বন্ধু মিলে-
দিন কাটাইতাম হেসে খেলে,
দ্বিধা দন্ধ নেইকো মনে-
ভাব ছিল যে সবার সনে
হিংসা বিদ্বেষ ছিল নাতো
আমাদের এই দিলে
আমি পাড়া গাঁয়ের ছেলে।
মায়ের আদেশ করতে পালন-
লেখা পড়া করতে লালন
মায়ার বাঁধন ছিন্ন করে
আসলাম আমি এই শহরে
প্রিয় গ্রামটি ফেলে-
আমি পাড়া গাঁয়ের ছেলে।
একটু খানি সুখের তরে
চাকরি নিলাম এই শহরে
পেশা আমার শিক্ষকতা
পড়াই শুধু বইয়ের পাতা
জীবন আমার স্বার্থক হবে
ছাত্র মানুষ হলে,
আমি পাড়া গাঁয়ের ছেলে।
একটু খানি একা হলে
মনের দুয়ার যায় যে খোলে
স্মৃতির পাখায় ভর করিয়া
গাঁয়ে আমি যাই ফিরিয়া
হৃদে শান্তি মিলে,
আমি পাড়া গাঁয়ের ছেলে।
শহরের এই চঞ্চলতা
বাড়ায় মনে ব্যাকুলতা
চারি দিকে দূষণ শুধু
শান্তি নাহি মিলে,
আমি পাড়া গাঁয়ের ছেলে।
ইচ্ছে করে শহর ছাড়ি
গাঁয়ের পথে ভাসাই তরি
জীবন আমার কাটাই হেথা
মায়ের আঁচল তলে-
আমি পাড়া গাঁয়ের ছেলে।
নগরীর এই রাস্তা ঘাটে
প্রখর রোদে কপাল ফাটে
যান বাহনের শব্দ দূষণ
ধূলো বালি করছি পোষণ
ইচ্ছে মনে মাটির মায়ায়,
ফিরে যাই সেই শ্যামল ছায়ায়,
কাটবে সময় মনের সুখে
শুধুই হেসে খেলে-
আমি পাড়া গাঁয়ের ছেলে।।