
কবি তরিকুল আলম তারেক এর কবিতা-
ভালোবাসার কথোপকথন 

যাও আকাশ দিলাম তোমায়।
ভেবোনা আকাশ মানে শুধু আকাশ
যার শেষ কোথায় কেউ জানে না।
ঔ যে আকাশে দেখতে পাও চাঁদ, সূর্য আর তারা
ভাবছো ওরা আকাশকে ছুঁয়ে আছে
ভুল ওরে ভুল
ওরাও আকাশ কে খুঁজছে ছুঁবে বলে
সেই আকাশ নেবে তুমি!
আকাশসম ভালোবাসা!!

আমি তো হাত বাড়িয়েই আছি,
মন ভরে ও নেবো সেই ভালোবাসা।
আকাশ, চাঁদ, সূর্য, তারা সব আমার হবে,
শুধু তুমিই আমার নও,
তুমি আমার হবেনা কোন কালে ও,
হায় রে, আমার আকাশসম ভালোবাসা।।

সব দিয়েও হতে পারিনা তোমার।
এরচেয়ে কষ্টের আর কি আছে!
ভালোবাসা তবে কি অধরাই থেকে যায়!
ধরা যায়না, ছোঁয়া যায়না।
তবে কেন সবাই ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করে ধরণী কাঁপায়!
তবে কি সবি ভুল, সবি ভুল!!

পাশে থাকলেই কি কাছে থাকা হয়!
আমরা দু’জন তো একই আকাশের নীচে আছি,
শুধু আমাদের ছাদটা আলাদা।
আমরা একসাথে বৃষ্টিতে ভিজতে পারিনা,
কিন্তু বৃষ্টি হলে দুজনেই কিন্তু ভাবছি দুজনের কথা,
আমরা একসাথে আকাশ ও দেখতে পারিনা,
কিন্তু আকাশের দিকে তাকিয়েই দুজন দুজনকে দেখতে পাই।।

মন খারাপ করে তোমার?
ছুটে যেতে ইচ্ছে হয় বুঝি?

কিন্তু ছুটে যেতে চাইলেই কি যাওয়া যায়?
নাকি যাওয়াটা মানায়?
নিজেরা নিজেদের কষ্টটা বুকে চেপে ধরে রেখেছি, কতো বছর ধরে বলোতো?

ভালোবাসায় বাঁচি।
ভালোলাগায় বাঁচি।।
মোঃ তারেক
২৫/১২/২০১৯