
“কবিতায় শান” সাজেদা আকতার।
অনেকদিন থেকেই ভাবছি,
কবিতা লিখে হয়ে যাবো কবি।
ছন্দের কবি,
মরমী কবি,
গীতি কবি, নাকি গদ্যের কবি।
সাধের ভেতরে সাধ্যের অভাব,
হলো বুঝি আমার ভীমরতি।
কথা যদি কবিতা হয়,
আমার হয় না কেন?
শব্দ চয়ন, বানান সতর্কতা
নয় তো কোনো প্রলোভন।
ছন্দ মাত্রা গুণতে গুণতে
রাত হয় শেষ,
অন্ত্যমিলটা কোথায় যেন
খুঁজে একশেষ।
অভিধান দেখে যতই লিখি বানান
সঠিক হয় না কিছুতেই,
ভুলের মাত্রা বেশি হলে
দোষ চাপাই টাইপে।
বিষয় বৈচিত্রে বেখেয়াল আমি
ভুলে যাই শব্দ কবিতার প্রাণ,
ছন্দ শিখতে শিখতে বেলা যায়,
মস্ত বড় কবি আমি
দেই কবিতায় শান।
কবি, গল্প, প্রবন্ধকার ও প্রভাষক- বাংলা।