
শোকের মাস আগষ্ট
আমিনা জান্নাত বুশরা
আগষ্ট মাস আসলে পরে মনে লাগে ব্যাথা
এ মাসেই হারালাম মোদের স্বাধীনতার নেতা।
হায় হায় হায় বাংলার মানুষ হায়রে হায়রে হায়
দুঃখে মরি,মাতম করি আগষ্টের ব্যাথায়।
কলংকিত করলো যারা বাংলার ইতিহাস
আগষ্টের ঐ পনেরো তারিখ কি যে সর্বনাশ।
ওরাই ছিল মির্জাফর আর ওরাই রাজাকার
ওদের জন্য বাংলার মানুষ আজ করছে হাহাকার।
কিভাবে রে মারলি তোরা স্বাধীনতার নেতা
পাষন্ড বেঈমান তোরা, ঘৃণ্য তোদের মাতা।
যার নেতৃত্বে পেলাম মোরা স্বাধীন বাংলাদেশ
লক্ষ-কোটি সালাম জানাই,ধন্যবাদ অশেষ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর
বাঙালী জাতির অন্তরে তুমি নাহি থাকো দূর।
স্বরণ করবে জাতি তোমায়,থাকবে তোমার মান
একটি নামের এক ইতিহাস শেখ মুজিবুর রহমান।
তুমি ছিলে বঙ্গবন্ধু, তুমিই জাতির নেতা
তোমার জন্য বাঙালী আজ পেল স্বাধীনতা।
বেঁচে থাকো মহান নেতা জাতির অন্তরে
তুমি আছো, তুমিই থাকবে বাংলার ঘরে ঘরে।
(জয় বাংলা,জয় বঙ্গবন্ধু)
কবি পরিচিতিঃ- আমিনা জান্নাত বুশরা
দশম শ্রেণি
বিজ্ঞান বিভাগ
রোলঃএক (০১)
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
ছাতক,সুনামগঞ্জ।