
পড়াশোনার প্রেশার
রূপশ্রী দে
বাংলা আমার যেমন তেমন, ফিজিক্স এ ভয় পাই,
ইচ্ছে গুলো ফুরায় যেন, বনবাসে গেলে ভাই।
ইচ্ছে ছিল বড় মনে, হবো নামি দামি,
পড়তে বসলেই মাথা ঘুরে, কেমিস্ট্রি নিয়ে কাদিঁ।
পড়াশোনা লাগতো ভালো,যদি থাকতো না এক্সাম,
দিনে রাতে এখন শুধু বেড়োয় আমার ঘাম।
বোন বলে পড়তে বসো,মা যে শুধু বকে,
লকডাউনে এটাই ভাবি পরিক্ষা হবে নারে।
ইংরেজীতে মোটামোটি, প্রবলেম হলো ম্যাথ এ,
পড়াশোনার চাপে আমার, মাথা অলটাইম ঘুরে।
ভাইয়া বলে এ-প্লাস পেলে, পাবে নতুন স্মার্টফোন,
ল্যাপটপ কিনে দিব বলে বড় বোন।
শত চিন্তা মনের মাঝে,ঘুম আসে না রাতে,
কীভাবে যে এ-প্লাস পাব এসএসসি পরীক্ষাতে।
ভোরে পারি না উঠতে,অনলাইন ক্লাস এ দেড়ি,
সবাই বলে, পড়াশোনায় কেনো তোমার এত খামখেয়ালি।
শেষ মিনতি করি আমি, সৃষ্টিকর্তা তোমায়,
পড়াশোনার প্রেশার কমিয়ে শান্তি দাও আমায়।
কবি পরিচিতিঃ-রূপশ্রী দে
দশম শ্রেণি
বিজ্ঞান বিভাগ
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়,
ছাতক,সুনামগঞ্জ।