
চিরঋণী
আমিনা জান্নাত বুশরা
উৎসাহ-উদ্দীপনা দিলেন আমায় কে?
কবিতা থাকিলে বুশরা লিখে আমায় দে।
প্রকাশ করি পত্রিকাতে,শোনে হই অবাক
কি আনন্দ, কি যে মজা,শোকর করি লাখ।
সেই মনিষীর স্নেহের কথা বলব আমি আজ
লাখো গুণের অধিকারী আমার শীর তাজ।
যে মনিষী লিখতে আমায় দিয়েছেন সাহস
মহাজ্ঞানী শিক্ষক তিনি নাহি তাঁর অলস।
হাজার ছাত্রের জ্ঞানের তিনি আলোর দিশারি
যার ওসিলায় কবিতা প্রকাশ,লিখতে কলম ধরি।
একাধিক পত্রিকায় প্রকাশ, লিখা মোর কবিতা
জীবন থাকিতে আমি ভুলবো না তাঁর কথা।
যে মনিষীর কাছে লিখার উৎসাহ সব পাই
এজীবনে আমি যেন তাঁর গুণগান গাই।
মহাজ্ঞানীর গুণের কথা বলব কতো আর
দীর্ঘায়ূ কামনা করি দোয়া চাই সবার।
আসুন আমরা সবাই জানি গুণীর পরিচয়
নামটি তাঁহার জানার জন্য অপেক্ষায় নিশ্চয়।
বলবো আমি কোন মনিষী, কোন সে মহাজ্ঞানী
আবু খালেদ স্যারের কাছে আমি চিরঋণী।
কবি পরিচিতিঃ- আমিনা জান্নাত বুশরা
প্রবেশিকা পরীক্ষার্থী-২০২১
বিজ্ঞান বিভাগ, রোলঃ-০১(এক)
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
ছাতক,সুনামগঞ্জ।