কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানের  চাপায় নিহত-২ ; আহত-১

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
জামাল হোছাইন, নিজস্ব প্রতিবেদক:
চট্রগ্রাম-কক্সবাজার হাইওয়ে মহাসড়কের চকরিয়াস্থ জিদ্দাবাজার নামক এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত ও অপর ১জন আহত হয়েছে।সোমবার(৩০ আগষ্ট) সাড়ে ১২টার সময় মর্মান্তিক এ র্দূঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোঃ বশিরের পুত্র আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ তারেক (২২) নিহত হন। এতে আহত হন একই ইউনিয়নের আব্দুল হাকিমের পুত্র তানজিলুর রহমান (১৯)।
ঘটনার সত্যতার বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপক্টর)আনিছুর রহমান জানান, কক্সবাজারগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা  ঘটেছে। এত ঘটনা স্থলে ২জনের মৃত্যূ হয়। অপর ১জন আহত হয়।আহত কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ পরিবারের মাঝে হস্তান্তর করি। র্দূঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করে ফাঁড়ির হেফাজতে রাখা হয়। কিন্তু এবিষয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনা নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। নিহত একজন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

Categories