এসো ঘরে বসেই শিখি ও পরীক্ষা দেয়— এ কার্যক্রমে অংশ নিচ্ছে নাসিরনগরের শিক্ষর্থীরা

মোঃ আছমত আলী ঃনাসিরনগর (ব্রাহ্মণ বাড়িয়া) উপজেলা
শিক্ষার্থীরা এসো ঘরেই বসেই শিখি ও পরীক্ষা দেয়, এ কার্যক্রমে অংশ নিচ্ছে নাসিরনগরের শিক্ষার্থীরা।
করোনা ভাইরাসের মহামারির কারণে সারা দেশের শিক্ষা প্রদিষ্ঠান বন্ধ থাকায় ব্রাহমন বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঘরে বসে আছে।তারা তাদের বিদ্যালয়ে গিয়ে প্রিয় শিক্ষকদের ক্লাসে অংশ গ্রহন করতে পারছেনা।অনেক দিন ধরে ঘরবন্ধী ধাকায়,তাদের মধ্যে একঘেয়েমি ভাব চলে এসেছিল। বিদ্যালয় বন্ধ থাকার কারণে তারা তাদের সিলেবাস শেষ করা সম্ভব হচ্ছেনা।নাসিরনগর উপজেলা একটি হাওর বেষ্ঠিত অঞ্চল হওয়ায়এলাকার অধিকাংশ শিক্ষার্থীরা সংসদ টিভিটে প্রচারিত ক্লাস দেখা সম্ভব হচ্ছনা।এর ফলে শিক্ষার্থীও অভিভাবকদের এক ধরনের হতাশা কাজ করছিল।ঠিক সেই মুহূর্তে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী , মাধ্যমিক শিক্ষা অফিসার কে নিয়ে উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা করে সিদ্ধান্ত নেয় যে, শিক্ষার্থীদের বই মুখি করার জন্য এসো শিখি,বাড়িতে বসে পরীক্ষা দেয়। শিক্ষকরা পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করে, সেগুলো শিক্ষার্থীদের বাড়িতে পৌছে দেয় এবং একটি নির্দিষ্ঠ সময় দিয়ে আসেন। আর তারই সাথে শিক্ষার্থীদের জন্য অন লাইন ক্লাসের ব্যবস্হা করতে।এরই ফলশ্রুতিতে কিছু বিদ্যালয় অনলাইনের ক্লাস হচ্ছে।