বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম নারী সভাপতি রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্ট্রি বোর্ডেরও সদস্য।
রুবানা হক (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৬৪) বাংলাদেশের একজন স্বনামখ্যাত নারী উদ্যোক্তা। তিনি মোহাম্মদী গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদী গ্রুপ একটি পোশক নির্মাতা ও রপ্তানীকার প্রতিষ্ঠান হিসাবে আন্তজার্তিক বাজারে প্রসিদ্ধ। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক (রাজনীতিবিদ)। রুবানা হক প্রয়াত আনিসুল হকের স্ত্রী।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন। তিনি ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুবার “বিবিসি ১০০ নারী” নিবন্ধে তিনি স্থান পেয়েছিলেন।
তিনি একজন কবি ও লেখক। ২০০৬ সালে তিনি কবিতার জন্য সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেল।
মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ফেলো তিনি।
উপাচার্য পদে অধ্যাপক নির্মলা রাওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন রুবানা হক। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী নির্মলা রাও গত পাঁচ বছর উপাচার্য পদে ছিলেন।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের চেয়ার ও শিক্ষামন্ত্রী দীপু মনিকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রুবানা হকের মতো অনুকরণীয় নেতা ও প্রশাসক পাওয়ার মাধ্যমে উন্নতির পরবর্তী পর্যায়ে যাবে এডব্লিউইউ। বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মেধাগত মানে নেওয়ার মাধ্যমে বিশেষ স্থানে পরিণত করবেন তিনি।”
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রুবানা হক বলেন, “আমার কাছে এডব্লিউইউ সবসময় সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রতীক। বৃত্তি ও শিক্ষার প্রতি অদম্য অঙ্গীকার, শিক্ষকদের যোগ্যতা আর শিক্ষার্থীদের নিজস্বতা এই প্রতিষ্ঠানকে পুরো এশিয়ার মধ্যে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে।”
২০০৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এশিয়ার ১৭টি দেশের ১ হাজার ১৬০ জন নারী শিক্ষার্থী পড়ালেখা করেন।