“এলিয়েঞ্জ এরিনায় পশ্চিম লন্ডনের ক্লাব চেলসিকে ৪-১ গুঁড়িয়ে শেষ আটে বায়ার্ন মিউনিখ”

এলিয়েঞ্জ এরিনায় পশ্চিম লন্ডনের ক্লাব চেলসিকে ৪-১ গুঁড়িয়ে শেষ আটে বায়ার্ন মিউনিখ।
শনিবার শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও চেলসিকে বিধ্বস্ত করল জার্মান ক্লাবটি। এলিয়েঞ্জ এরিনায় পশ্চিম লন্ডনের ক্লাবটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। অবশ্য, আসল কাজটা প্রথম লেগেই সেরে রেখেছিল বায়ার্ন মিউনিখ। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বাভারিয়ান জায়ান্টরা জিতেছিল ৩-০ গোলে।
দুই লেগ মিলিয়ে চেলসিকে ৭-১ গোলে চূর্ণ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল বায়ার্ন মিউনিখ।
আগামী শুক্রবার নিরপেক্ষ ভেন্যু পর্তুগালের লিসবনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাভারিয়ানদের প্রতিপক্ষ লিওনেল মেসির বার্সেলোনা। নকআউট পর্বের শুরুতে কাতালানরা বিদায় করেছে ইতালিয়ান ক্লাব নাপোলিকে।
শেষ আটে ওঠা চেলসির জন্য প্রায় অসম্ভব ছিল। বায়ার্ন মিউনিখের মাঠে জিততে হতো অন্তত চার গোলের ব্যবধানে। সেটা আরো অসম্ভব হয়ে ওঠে ম্যাচের শুরুতেই। ২৪ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে পশ্চিম লন্ডনের ক্লাবটি। পেনাল্টি থেকে চেলসির জাল কাঁপান রবার্ট লেভানডফস্কি। খানেক বাদেই ব্যবধান বাড়ান ইভান পেরিসিচ।
বিরতির আগ মুহূর্তে চেলসির হয়ে ব্যবধান কমান টমি আব্রাহাম। সেটাও বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের ভুলে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরো দুটি গোল হজম করে ইংলিশ জায়ান্টরা। ৭৬ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন টলিসো। সাত মিনিট পর চেলসির কফিনে শেষ গোল করেন লেভানডফস্কি ফলে ব্যবধান হয় ৪-১।
ফলাফল ঃ
বায়ার্ন মিউনিখ ৪-১ চেলসি (দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে বায়ার্ন)
বার্সেলোনা ৩-১ নাপোলি (দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে শেষ আটে বার্সা)
এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি-
১৩ আগস্ট আটালান্টা-পিএসজি ১৪ আগস্ট লাইপজিগ-অ্যাটলেটিকো মাদ্রিদ
১৫ আগস্ট বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ১৬ আগস্ট ম্যানচেস্টার সিটি-অলিম্পিক লিওঁ