“এটা অত্যন্ত নৃশংস জঘন্যতম হত্যাকান্ড-দৃষ্টান্তমূলক শাস্তি চাইঃ সেনাপ্রধান”

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

মোহাম্মদ ইউছুফ- চট্টগ্রাম।

এটা অত্যন্ত নৃশংস জঘন্যতম হত্যাকান্ড- দৃষ্টান্তমূলক শাস্তি চাইঃ সেনাপ্রধান।

মেজর অবঃ সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে অবশ্যই দোষীদের ‍দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেনাপ্রধান। এ দিন চট্টগ্রাম সেনানিবাসে ৬টি ইউনিটকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পতাকা তুলে দেন সেনাপ্রধান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, ‘আমি বলব, এটা একটা অত্যন্ত নৃশংস, জঘন্যতম হত্যা ঘটনা ঘটিয়েছে। তো এটার তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসেবে আশা করতে চাই তদন্তটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং যারা প্রকৃত ক্রিমিনাল, তাদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যেন ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা সেনাবাহিনীর সার্ভিং অথবা রিটায়্যার্ড কারো সাথে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করব।’
অপর এক প্রশ্নের উত্তরে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘না, দেখুন- আমরা যুগ যুগ ধরে দেখে আসি যেকোনো একটা ঘটনা ঘটলে কেউ-না-কেউ এটার আঙ্গিয়ো প্রিভিলেইজড দিতে চায়। এবারও অনেকে এ ধরনের চেষ্টা করেছিল, হয়তো এখনো করছে। এ ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো অবশ্যই বুঝে। যে একটি ঘটনা ঘটেছে, অবশ্যই এটি একটি অত্যন্ত নৃশংস ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা।’
তিনি আরও বলের, ‘সেটিকে আপনারাও দেখেছেন যে শুধু সেনাবাহিনীর পক্ষ থেকে এটাকে ঘৃণা জানানো হয়নি, ইভেন পুলিশ প্রধানও সেদিন এসেছেন, দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, ‘প্রথম কথা হলো- সেনাবাহিনীর যে কোন সদস্যের যদি অস্বাভাবিক কোনো কিছু হয়, সেটির ব্যাপারে আমাদের নিজস্ব একটি তদন্ত হয়। সেটা আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজন। ঠিক আছে? তো আমরাও সে ধরনের একটি নির্দেশ সাথে সাথে দিয়েছি। সে তদন্ত হচ্ছে।’
তদন্ত প্রসঙ্গে বলেন, ‘দেখুন, তদন্ত হচ্ছে। এ ব্যাপারে কিছু বলা যাবে না। তদন্তের সন্তুষ্ট কিনা; কারণ যে ঘটনাটি ঘটেছে সেটা সকলে জানে। অত্যন্ত জঘন্যতম একটি ঘটনা ঘটেছে। সেটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।

Categories