
সাকিবকে নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নিষেধাজ্ঞার ১১ মাস পেরিয়েছে। কবে মাঠে ফিরবেন বাংলাদেশের পোস্টার বয় ,সেটার জন্য অপেক্ষা গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ঠিক এক মাস পর মুক্ত হবেন শাকিব আল হাসান ফিরতে পারবেন ক্রিকেটে।
শ্রীলংকা সফর স্থগিতে বেড়েছে আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষা। এখন ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হবে শাকিবের। লম্বা বিরতির পর তাকে মাঠে দেখতে পাবেন অগনিত ভক্ত। আগের চেয়ে আরো আগ্রাসী হয়ে খেলবেন সাকিব ,এমন প্রত্যাশা সাবেক অধিনায়কদের।
২৮ অক্টোবর ,২০১৯ অপ্রত্যাশিত এক খবরে এলোমেলো দেশের ক্রিকেট অঙ্গন ।লঘু পাপে গুরু দণ্ড , ভক্তরা কাটাছেঁড়া ব্যস্ত ছিল। কিন্তু সাকিব ওসবে কান দেননি চোখের জল মুছে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেন সেদিন থেকে।
কিছুদিন দেশে থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ।প্রথম সন্তান আলাইনার জন্মের পর পাশে থাকতে পারেননি। কিন্তু ইরাম হাসানের জন্মের ক্ষ ণ মিস করেননি ।পরিবারকে কাছে পেয়ে খারাপ সময় ভূলেছেন। বদলে গেছেন সাকিব, এখন অনেক বেশি পরিমিত চরিত্র।
করোনায় ম্যাচ মিসেস সংখ্যা কমেছে। তারপরও নিষেধাজ্ঞা থেকে ক্রিকেটকে মিস করেছেন প্রতিনিয়ত ।মুক্ত হবেন এক মাস বাদে, প্রত্যাবর্তনের মঞ্চ ঠিক হয়নি এখনো। শাকিব ফিরবেন স্বপ্নময়ী ছন্দে, তাতে কারো সন্দেহ নেই।
সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরে আঁতুড়ঘর বিকেএসপিতে শুরু করেছেন অনুশীলন। পাশে থাকছেন দুই গুরু কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিম।
লঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেট ফেরার উপলক্ষ্য পেতেন। দ্বিতীয় টেস্ট থেকে সাকিবকে চেয়েছিল বোর্ড। কিন্তু আপাতত লঙ্কা সফর স্থগিতে কি লাভ-ই হলো ? কারণ আগামীতে তিন টেস্টের সিরিজ, পুরোটাই খেলতে পারবেন টাইগার পোস্টার বয়।