
শব্দগুলো যখন ভূমিষ্ঠ হয়,
তখন অযুত নিযুত ভাবনা এসে
জমা হয়, শব্দরাজ্যের আঙিনায়।
আমি প্রসব যন্ত্রণায় ছুটে যাই,
ছন্দের দ্বারে, মাত্রার দ্বারে,
কবিতার আঁতুড় ঘরে।
কলমকে বলি আমার অভিপ্রায়,
কিন্তু কাগজ আমায় উপহাস করে।
বলে, অক্ষরজ্ঞান যার সীমাবদ্ধ,
কবিতার জন্ম তার পক্ষে অসম্ভব।
আমি ক্রোধে ফেটে পড়ি,
ক্রৌঞ্চির কাছে ফরিয়াদ জানাই,
একটি কবিতা জন্মের জন্য।
হৃদয়ের অলিন্দ বেয়ে
গড়িয়ে পড়ে, বেদনার ঢেউ
সৃষ্টির উম্মাদনায়।
ব্যথাতুরা ক্রৌঞ্চির হৃদয় কাঁপে,
পাষন্ড নিষাদ ব্যাধ বুঝেনি
নিষ্ঠুর কষ্ট ব্যথিত প্রাণের।
জগৎ বিখ্যাত সে অমর বাণী,
যা স্থান পায় বাল্মিকী রামায়ণে।
আমার হৃদয়ের শরবিদ্ধ শব্দে,
দর্পণে ভেসে ওঠা আর্তনাদে,
কাগজের বুকে কলমের আঁচড়ে,
নিরবচ্ছিন্ন কঠোর সাধনায়
আমি জন্ম দিব একটি কবিতা,
একটি কবিতার ভ্রূণ।
২১/৭/২০২০
