এইচএসসি পরীক্ষা হবে, চলছে প্রস্তুতি

প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০

উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)  বাংলাদেশে প্রতি বছর এপ্রিলের দিকে অনুষ্ঠিত হয়। মহামারী করোনাকালীন পরিবর্তিত পরিস্থিতিতে এবছর এপ্রিলে বাংলাদেশ উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে এইচএসসি পরীক্ষা যে হবে তা নিশ্চিত বলে জানিয়েছেন প্রাথমিক ওগণশিক্ষা বিভাগের সচিব মো.আকরাম আল হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আমাদের ডেকে কথা  বলেছেন ।সেখানে মুখ্য সচিব ছিলেন এবং আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন  সচিব ছিলাম। সেখানে নেওয়া সিদ্ধান্তের আলোকে আমি পিএসসি পরীক্ষা না  নেয়ার  পক্ষে আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতামত পাঠিয়েছি। আর জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেওয়ার জন্য মতামত পাঠানো হচ্ছে। তবে এইচএসসি  পরীক্ষা হবে। সেটা দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে নেওয়া যায় তার সারসংক্ষেপ তৈরি হচ্ছে। পরীক্ষা কেন্দ্র বাড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে। সেপ্টেম্বরের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে ।পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষা না হলেও স্কুল গুলো    খোলার পর  নিজেরা সমাপনী পরীক্ষা নিতে পারবে।


Categories