এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ। কুমিল্লা বোর্ডে ফেল থেকে জিপিএ-৫।

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ। কুমিল্লা বোর্ডে ফেল থেকে জিপিএ-৫।
এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে এক জন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।
শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ফেল থেকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর রোল নম্বর ১৫৩৯৮২। প্রথমে প্রকাশিত ফলে সে বাংলায় ফেল করেছিলেন। কিন্তু খাতা চ্যালেঞ্জে তিনি বাংলায় এ প্লাস পেয়েছেন। ফলে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর বোর্ডের ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ঢুকে নোটিশ বোর্ডে ফলাফল দেখা যাবে।