
কভিড-১৯ মহামারীর কারনে গত ১৭ মার্চ ২০২০ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি যা আগামী ৬ আগস্ট ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এমতাবস্থায় শিক্ষার্থীদের পড়াশুনা চলমান রাখার লক্ষ্যে বিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠানভিত্তিক অনলাইন ক্লাশের আয়োজন না করে বরং উপজেলাভিত্তিক উপজেলার আগ্রহী বাছাইকৃত বিষয়ভিত্তিক শিক্ষকগনের সার্বিক সহযোগিতায় ও পাশাপাশি শিক্ষা প্রসাশনের সহায়তায় যে কোন উপজেলার নামে যেমন- “মঠবাড়িয়া অনলাইন স্কুল” নামে ফেইসবুক গ্রুপ বা পেইজ খুলে অথবা শিক্ষার্থী বা অভিভবকদের আইডি, পাসওয়ার্ড বা ইমেইলসহ জয়েন করার নিয়মাবলি বিস্তারিত উল্লেখপূর্বক “জুম অ্যাপস” ব্যবহার করে অথবা স্যটেলাইট টিভির/ক্যাবল টিভির (ঢিস) নিজস্ব বা সিডি চ্যানেলের মাধ্যমে নির্ধারিত সময়সূচি (ক্লাশ রুটিন) নির্ধারন করে দিয়ে এই দূর্যোগকালিন সময়ে শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রম চলমান রাখা যেতে পারে এতেকরে সরকারের একটি প্রশংশিত উদ্দোগ সংসদ টিভির ক্লাশের পাশাপাশি শিক্ষার্থীরা দেশের আরও বিভিন্ন সনামধন্য শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিৎ করার লক্ষ্যে অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা যেতে পারে বলে মনে করছি।
লেখক
মো: মামুন-অর-রশিদ তালুকদার
বি এসসি অনার্স, এম এসসি (গণিত)
পি জি এস আ. মা. বি.
মঠবাড়িয়া, পিরোজপুর।