
ফাইল ছবি
মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজারঃ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের এম.পি, অনুমিত হিসাব সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, জনাব উপাধ্যক্ষ ডঃ আব্দুস শহীদ এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ শেখ রাসেল জাতীয় গ্যাষ্ট্রোলিভার ইনিষ্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার(১৬ জুন) তার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে সবসময় করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই ছিলেন এবং রাত দিন অসম্ভব পরিশ্রম করে মানুষের দুয়ারে খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করছেন। তিনি দেশ- বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে দ্রুত করোনা থেকে মুক্ত করেন।