
উপস্থাপিকা মারিয়া নূর করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে নিজ ঘরেই সময় কাটাচ্ছেন। আর এই সময়কে কাজে লাগিয়ে তিনি বেশকিছু ‘শো’ উপস্থাপনা করেছেন এবং সোশ্যাল মিডিয়ার জন্য বানিয়েছেন সেলেব্রিটি লাইভ শো ‘মারিয়া চ্যালেঞ্জ’। অনুষ্ঠানটিতে অনেক জনপ্রিয় তারকাই অতিথি হয়ে এসেছে।
সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেটি নিয়েই বর্তমানে তার ব্যস্ততা। মারিয়া নূর জানান, চ্যানেলটির জন্য বিভিন্ন রকম কনটেন্ট নির্মাণ করছেন। এর মধ্যে রয়েছে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিছু রান্নার রেসিপির ভিডিও। এই ঈদে দর্শকের জন্য সহজ ও মজাদার কিছু রান্নার টিপস নিয়ে হাজির হবেন তিনি।
২০০৯ সালে শোবিজে তার যাত্রা শুরু হয় রেডিও জকি (আর জে) হিসেবে। টিভি পর্দায় তার আবির্ভাব ঘটে ২০১২ সালে। এটিও ছিল উপস্থাপনা।
তবে এই তরুণী প্রথম পরিচিতি পান ‘এখানেই ডটকম’-এর বিজ্ঞাপনে ‘ইয়াশনা’ নামটি দিয়ে। এছাড়া মেরিল লিপজেল, লিপটন তাজা চা, রুচি ঝাল চানাচুরসহ একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল তিনি। এরপর জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্থাপনায় তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়।