উপনির্বাচনে ৩ আসনে ভোটের তারিখ ঘোষণা, দু’টিতে পেছাল ৯০ দিন

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

 পাবনা -৪ আসনে   উপনির্বাচন  আগামী   ২৬ সেপ্টেম্বর এবং ঢাকা-৫ ও নওগাঁ -৬ আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে । রবিবার এই  তিনটি উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয় । তবে শূন্যঘোষিত  ঢাকা -১৮ ও সিরাজগঞ্জ -১ আসনের উপ নির্বাচন  করোনা ভাইরাসের কারণে আরো ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।  

নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।মো. আলমগীর বলেন, পাবনা -৪ আসনে মনোয়নপত্র সংগ্রহ শেষ দিন ২ সেপ্টেম্বর ।মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর  । প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর ।  পাবনা -৪  আসনে ব্যালটের মাধ্যমে   ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইজি সচিব বলেন, ঢাকা -১৭ আসনের নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা হবে। সিরাজগঞ্জ- ১ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য কথা যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।

এর আগে রবিবার বিকাল ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি  কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা শুরু হয় ।সভায় নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৭ জুলাই নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, ৯ জুলাই ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন ,১৩  জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী  সিরাজগঞ্জ – ১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম, ঢাকা – ৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, ও ২ এপ্রিল  পাবনা -৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাঁচটি আসন শূণ্য    হয়।


Categories