উপজেলা পিপিজি কমিটির ফলোআপ মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর পিপিজি পিস প্রেসার গ্রুপ ২০ জন বিশিষ্ট কমিটির ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার স্কাউট ক্লাবে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া সমন্বয়কারী মো,আসির উদ্দিন ফলোআপ মিটিং পরিচালনা করেন।
উক্ত অনুষ্ঠানে পিপিজি এ্যাম্বাসেডর আমজাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এ্যাম্বাসেডর মো.আককাসস আলী, বীরমুক্তিযোদ্ধা নির্বাচিত সাদা মানুষের মানুষ গেছো মামা শামসুদ্দিন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক পিন্সীপাল আইনুল ইসলাম, মাষ্টার লোকমান হাকিম, এ্যাম্বাসেডর ওয়াজেদ আলী, হারুনুর রশীদ, সাংবাদিক মাহবুবুউল আলম, লিয়াকত আলী, গোলাম সাকলায়েন, সুইট, ইউনিছার রহমান হেফজুল,আকতার হোসেন প্রমূখ।
আলোচনায় পিপিজির করোনা কালীন সময় কাজ, পিপিজি পুণগঠন, সকল রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব পিপিজির কাজে সম্পৃক্ত করণ নিয়ে আলোচনা করা হয়। মহাদেবপুর উপজেলা দন্দ, সহিংসতা, মুক্ত ও সম্প্রীতির মহাদেবপুর গড়ার অঙ্গীকার নিয়ে দল মত নির্বিশেষে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ফলোআপ মিটিং এ সার্বিকভাবে সহযোগিতা করেন ইউসি মোঃ খোরশেদ আলম ও সিনিয়র ইয়থ লিডার তারেক হাসান।

Categories