“উদ্বোধন হল ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ অংশ গ্রহণ করেছে ৭৫টি দেশ”

উদ্বোধন হল ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-অংশ গ্রহণ করেছে ৭৫টি দেশ।
মুসলিম বিশ্বে তরুণদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বের উৎসাহ দিতে ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্য ভুক্ত দেশগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম।
বাংলাদেশের রাজধানী ঢাকা এবছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেল।
বিকেল চারটায় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন এর ফলে বাংলাদেশের যুব সমাজের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে এজন্য আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানান
এ সময ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ওয়াইসির মহাসচিব, আজারবাইজানের যুব ক্রীড়া মন্ত্রী, গাম্বিয়ার আইন ও বিচার বিষয়ক মন্ত্রী, আইসিওয়াইএফ এর প্রেসিডেন্ট ও অন্যান্য নেতৃবৃন্দ।