“উত্তর সরাইল ইয়াং গ্রাজুয়েট্স এসোসিয়েশন অতীতের ন্যায় এভাবেই মানবিক সহায়তা অব্যাহত রাখবে”

সরাইল কালীকচ্ছ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কাওসার আলম বাবুল।
উত্তর সরাইল ইয়াং গ্রাজুয়েট্স এসোসিয়েশন অতীতের ন্যায় এভাবেই মানবিক সহায়তা অব্যাহত রাখবে।
ব্রাহহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ -নোয়াগাও এলাকার সবচেয়ে প্রগতিশীল সংগঠন হল উত্তর সরাইল ইয়াং গ্রাজুয়েট এসোসিয়েশন।
প্রতিবছর ঈদ-উল-আযহায় উত্তর সরাইল ইয়াং গ্রাজুয়েট এসোসিয়েশন এর পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়া হয়ে থাকে।
এবার বৈশ্বিক করোনা ভাইরাস মহামারি ( কোভিড-১৯) এর কারণে গণজমায়েতসহ ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে । এমতাবস্থায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এবার সিদ্ধান্ত হয় করোনা ভাইরাসের কারণে অসহায়, দরিদ্র, কর্মহীন, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ-উল- আযহা উপলক্ষে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
তাছাড়া উল্লেখ থাকে যে, এলাকার যে কোন মহামারি ও দূর্যোগের সময় আমাদের উত্তর সরাইল ইয়াং গ্রাজুয়েট এসোসিয়েশন সংগঠনটি বিভিন্ন ভাবে সহযোগীতা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ স্বাস্থ্যবিধি মেনে এলাকার গরীব, প্রতিবন্ধি , অসহায়, দরিদ্র, কর্মহীন, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উত্তর সরাইল ইয়াং গ্রাজুয়েট এসোসিয়েশন এর সদস্যবৃন্দসহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে অসহায়, দরিদ্র, কর্মহীন, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ-উল- আযহা উপলক্ষে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শেষে এসোসিয়েশনের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।